নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে শাহানাজ খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে। নিহত শাহানাজ ধর্মচাকী গ্রামের কামাল হোসেনের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের মোজাল শেখের মেয়ে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় হিন্দা ক্যাম্পের পুলিশ সদস্যরা স্বামীর ঘরের খাটের উপর থেকে গৃহবধূ শাহানাজ খাতুনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শাহানাজ খাতুনের স্বামী কামাল হোসেন কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এনিয়ে প্রথম স্ত্রী শাহানাজ ও কামালের সাথে প্রায়ই ঝগড়া হয়ে আসছিল। এ কারণে কামাল তার প্রথম স্ত্রী শাহানাজকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। শাহানাজের গলায় আঘাতের দাগ রয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা সম্ভব হবে। তবে শরীরে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। শাহানাজ খাতুনের লাশ উদ্ধারের পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে।