স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৭ খেলোয়াড় আহত হয়েছে। আহতরা হলো সজিব হোসেন, সীমান্ত, আল মামুন, চাঁদ আলী, রাহাত আলী, মেহেদী হাসান ও নাহিদ। রোববার বেলা ১১টার দিকে অনূর্ধ ১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ খেলার সময় শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এই ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী সরুজ হোসেন জানান, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে উমেদপুর ইউনিয়ন ও শৈলকুপা পৌরসভার মধ্যে খেলা চলার সময় বল দখল নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পৌর দলের খেলোয়ারেরা উমেদপুর ইউনিয়নের খেলোয়াড়দের উপর আক্রমন করলে উমেদপুরের ৭ খেলোয়াড় আহত হয়। উমেদপুরের রুবেল হোসেন অভিযোগ করেন, খেলা বয়স ভিত্তিক অনূর্ধ ১৭ হলেও পৌর দলে ২১/২২ বছরের খেলোয়াড় ছিল। অন্যদিকে পৌর দলের কর্মকর্তারা বলেন উমেদপুরের এক খেলোয়াড় অবৈধভাবে পৌর দলের খেলোয়াড়কে বাধা দিয়ে তাকে ফেলে দেয়। এ সময় দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ৭ জনের আহত হওয়ার ঘটনা সাজানো নাটক বলেও পৌরসভা দলের কর্মকর্তারা অভিযোগ করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আমি আইন শৃংখলার বৈঠকে জেলায় ছিলাম। সংঘর্ষের কথা শুনেছি। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূবুর রহমান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। খবর পেয়ে পুলিশ মাঠে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।