শৈলকুপায় গাঁজার গাছ ও গাঁজাসহ ব্যবসায়ী আটক

0
30

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় গাঁজার গাছ ও ১৫০ গ্রাম গাঁজা সহ রফিক মোল্যা (৫২) নামে এক গাঁজা ব্যবসায়ীকর আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিশেষ অভিজান চালিয়ে থানার একটি চৌকস দলের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার ধলারামচন্দ্রপুর ইউনিয়নের ধাওড়া গ্রামের মৃত গোলাম আলী মোল্যার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ধাওড়া গ্রামে রফিক মোল্যার বসত বাড়ির রান্না ঘরের পেছনে গাঁজার গাছ চাষ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পুলিশ অভিযান চালায়।

অভিযানের ভিত্তিতে একটি গাঁজার গাছ ও ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। শৈলকুপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত গাঁজা ব্যবসায়ীকে মাদকের মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।