দেশের আগামী ১০ দিনে শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও এ সময়ের মধ্যে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ মো. শাহিন উল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তীব্র বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে, রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে।
এদিন চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রেকর্ড বলছে, সকাল ৯টায় এখানকার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায়ও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, আগামী ১০ দিনের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।