শুটারগান-গুলি ও ধারালো অস্ত্রসহ ডাকাত আটক

0
22

মেহেরপুর পিরোজপুরে গভীর রাতে ইটভাটায় ডাকাতির প্রস্তুতি

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে সেলিম হোসেন (৩০) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সেলিম হোসেন সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদ আসে সদর উপজেলার পিরোজপুর ইটভাটায় এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মীর মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স পিরোজপুর ইটভাটায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ও সহযোগীতায় সেলিম নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন বাদি হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহুর দারাইন জানান, শনিবার দিনগত রাতে গোপন সংবাদে আসে সদর উপজেলা পিরোজপুর ইটভাটায় এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালালে আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে গ্রামবাসীদের সহযোগীতায় সেলিম নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে। এর কাছে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া। তিনি আরও জানান, আটককৃত সেলিমের বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি, চুরি ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।