ফরিদ উদ্দিন, লামা ঃ লামায় বিপুল পরিমান চোলাই মদ তৈরির উপকরণসহ এক লক্ষ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৭। বুধবার উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপজাতি পাড়ায় অভিযান করে এসব সরঞ্জামসহ চোলাই মদ উদ্ধার করা হয়।এসময় ‘বাশে মার্মা’ নামে একজনকে আটক করেন র্যাব। নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে র্যাব-৭ এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে,ওই এলাকা থেকে উৎপাদিত মদ চট্টগ্রাম শহরসহ আশে পাশের উপ শহরগুলোতে দেদার পাচার হয়ে আসছে। কিছুদিন পর পর র্যাব-৭ অভিযান পরিচালনা করে মদ তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমান মদ জব্দ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৮ ফেব্রæয়ারি এক লক্ষ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরন উদ্ধার ও একজনকে আটক করেন। কিছুদিন পর পর লামা উপজেলার শিল্পাঞ্চল খ্যাত আজিজনগর থেকে লক্ষ লক্ষ লিটার মদ উদ্ধারের বিষয়টি, সচেতন মহলকে চিন্তিত করে তুলেছে। স্থানীয়দের প্রশ্ন, উপজাতীয় পাড়াটির মাটির নীচে কি মদের কোন প্রাকৃতিক উৎস আছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক উপজাতীয় নেতা পূর্বকোণকে বলেন, বিকল্প কোন কর্মক্ষেত্র না থাকার কারনে তারা মদ উৎপাদন ও বিপননকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছেন। সাত্তার ম্যাচ ওয়ার্কস, রয়েল কটন মিল ও সিগারেট ও বিড়ি শিল্প কারখানা গুলো বন্ধ লে-অফ ঘোষণার পর থেকে উপজাতীরা বেকার হয়ে পড়েছেন। নিতান্ত বেঁচে থাকার জন্য ও সে সাথে চাহিদা থাকার কারনে তারা তাদের সনাতনী পেশা মদ উৎপাদন ও বিপননকে বেছে নিয়েছেন।