মো. মো. ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি।
লামা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে বালিকারা এগিয়ে রয়েছে বালকের তুলনায়। পরীক্ষায় সর্বমোট পাশ করেছে ২ হাজার ৭৫৬ জন। মোট পাসের হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে বালকদের পাশের হার ৯৬.৩৪% আর বালিকাদের পাশের হার ৯৭.২৬%। ফেল করেছে ৪৮ জন বালক ও ৪২ জন বালিকা।
শনিবার প্রকাশিত ফলাফল ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার সকল ধরণের প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ২ হাজার ৭৫৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। ১ হাজার ৩১২ জন বালক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। আর মোট ১ হাজার ৫৩৪ জন বালিকা পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৯২জন। এতে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।
এ বিষয়ে লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল বলেন, এবারের পিইসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের দিকে লামা উপজেলা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।