লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় নিখোঁজ হওয়ার দ্’ুদিন পর একটি ঝিরি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত রিক্সা শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন (৪৮)। বুধবার বিকালে পৌরসভা এলাকার ছোট নুনারবিল মার্মাপাড়া সংলগ্ন ঝিরির মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জসিম উদ্দিন পৌরসভার হরিণঝিরি গ্রামের বাসিন্দা মৃত রেজাউল হকের ছেলে ও ৫ সন্তানের জনক।
সূত্র জানায়, গত দুই দিন আগ থেকে জসিম উদ্দিন রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এক পর্যায়ে বুধবার বিকালে স্থানীয়রা বিকাল ৪টার দিকে ঝিরির মুখে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায় । পরে স্বজনদের সনাক্ত করণের পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, জসিম উদ্দিন পেশায় রিক্সা চালক হলেও প্রায় সময় তিনি মদ পান করতেন। হয়ত মদ পান করে কালভার্টের ওপর দিয়ে ঝিরি পার হওয়ার সময় পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
লামা থানার পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন রিক্সা চালক জসিম উদ্দিনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। সে সাথে তার মৃত্যুর কারন জানার জন্য লাশের পোষ্ট মর্টেমের জন্য বান্দরবান জেলা মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।