লামা প্রতিনিধি: ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দবানের লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগ-এর উদ্যাগে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র্যালি হয়। র্যালি উত্তর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার খিনওয়ান নু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। সহকারি কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুইয়া প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।
বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হলেও অনেক মানুষ আজও স্বাক্ষর জ্ঞান অর্ঝন করতে পারেনি। তাদের সাক্ষরতা দানের উদ্দেশ্যে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে ইরানের তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন হয়। প্রযুক্তির সুযোগ গ্রহন করে সাক্ষরতা অর্জনের মাধ্যমে এর সফলতা আনা যায়।
পৃথিবীর সব মানুষকে নিজেদের অন্যতম মৌলিক অধিকার ন্যুনতম স্বাক্ষর জ্ঞানের আলোয় আলোকিত করার ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই মূলত এই দিনটির প্রচলন হয়েছে। সারা বিশ্বে লক্ষ্য করলে দেখা যায় সাক্ষরতা হার যাদের বেশি বৈশ্বয়িক উন্নয়নে তারাই এগিয়ে। সাক্ষরতা আর উন্নয়ন দুটোই কাঁধে কাঁধ মিলিয়ে চলে। সাক্ষরতাই টেকসই সমাজ গঠনের মূল চালিকাশক্তি। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন তা সাক্ষরতার মাধ্যমেই অর্জিত হয়। সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকে বোঝানো হলেও বর্তমানে এর সংজ্ঞা আরও ব্যাপক। এখন এর সঙ্গে জীবনধারণ, যোগাযোগের দক্ষতা ও ক্ষমতায়নের দক্ষতাও সংযোজিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নুনারবিল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো: জাহিদ সরোয়ার।