লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে ২০ কেজি গাজাসহ লিটন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২ টার দিকে সদর উপজেলা মজুচৌধুরী হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বস্তা মোড়ানো ২০ কেজ গাজা উদ্ধার করে পুলিশ। আটক লিটন মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা উজেলার সফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাত ১২ টার দিকে বিপুল পরিমান গাজা নিয়ে কসবা থেকে লক্ষ্মীপুর হয়ে ভোলা যাচ্ছিল মাদক ব্যবসায়ী লিটন। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাজা সহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা। আটকৃত লিটনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।