লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- শিবিরকর্মী সন্দেহে ৪ কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোবববার (১৬ জুলাই) বিকেলে কলেজ সংলগ্ন ইব্রাহিম ম্যানশন ভবনের ব্যাচেলর ম্যাচ থেকে তাদের ধরে এনে মারধর করে থানা পুলিশে সোপর্দ করে করা হয়।
এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ইসলামিক বই ও মার্বেল পাওয়া যায়। আটক ছাত্ররা হলেন- নুর হোসেন, রাসেল উদ্দিন, শাহাদাত হোসেন ও জাফর আহম্মেদ। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে তারা ছাত্র-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত আছে কিনা তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ২০-২৫ নেতাকর্মী এসে ওই ম্যাচে তল্লাশী চালায়। এসময় শিবির সন্দেহে তারা ৫ ছাত্রকে তুলে নিয়ে যায়। পরে তাদেরকে কলেজ মাঠে নিয়ে মারধর করা হয়। এসময় একজন দৌঁড়ে পালিয়ে যায়। অপর ৪জনকে পুলিশে খবর দিয়ে সোপর্দ করা হয়।
সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, গোপন সংবাদে ভিত্তিতে মারবেল ও জিহাদী বইসহ ৪জনকে আটক করে পুলিশ দেয়া হয়েছে। তবে তাদেরকে মারধর করার বিষয়টি অস্বীকার করেন তিনি।
লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক বলেন, চার ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসছে। বিষয়টি যাচাই-বাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।