মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরের রায়পুরে ৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। রবিবার (২৪ জুন) সকালে উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ জাল পুড়ানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারের ৩টি দোকানের গুদাম থেকে এ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে কোস্টগার্ড। পরে স্থানীয় দক্ষিণ চরবংশী ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে জালগুলো বিনষ্ট করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফরাজি, কোস্টগার্ড সদস্য ও স্থানীয়রা।
অবৈধ কারেন্ট জাল পুড়ানোর বিষয়টি কোস্টগার্ড ল²ীপুর জেলা কমান্ডার নিশ্চিত করেন।