রেজিস্ট্রেশনের করে সিএনজি’র রুট নির্ধারণ করতে হবে

0
9

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সড়কে চলমান সকল ডিজেল চালিত সিএনজি/থ্রিহুইলারকে। এরপর রুট নির্ধারণ করে তাদের চলাচলে শৃঙ্খলতা আনা হবে। চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমনি সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ ছাড়াও জেলার প্রত্যেকটি মসজিদে জুম্মার খুৎবায় বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কুফল বর্ণনা করে এবং তা নির্মুলে করণীয় বিষয় তুলে ধরে বিরোধী বয়ান করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনকে বিষয়টি নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা সারাদেশের মধ্যে বল্য বিবাহে শীর্ষে রয়েছে। যা চরম সামাজিক অবক্ষয়। এ সমস্যা সমাধানে প্রত্যেক মাসে কয়টি বিয়ে সম্পন্ন করেছেন এবং পাত্র-পাত্রীর বয়সের প্রমাণাদি জেলা রেজিস্টারের মাধ্যমে সভায় উত্থাপন করবেন কাজীরা। এ বিষয়ের প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, পিপিএম (বার), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ আইন শৃঙ্খলা সংক্রান্ত জেলার সকল সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।