রিপোর্ট : ইমাম বিমান :
পরিবারিক ভালবাসার মাধ্যমেই মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব বলে মনে করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান। ৯ মে বুধবার ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ব্রীজের পশ্চিম পাড়স্থ বাজারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ ও জনপ্রতিনিধির সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান একথা বলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূলে আপনাদের এগিয়ে আসতে হবে। সকলকে মনে রাখতে হবে “জনতাই পুলিশ, পুলশই জনতা” কোন স্থানে চুরি, ডাকাতি, খুন, ইভটিজিং, বাল্যবিয়ে অথবা সন্ত্রাসী কর্মকান্ড হলে সেই স্থানের জনগনই চোর, ডাকাত, ইভটিজার অথবা সন্ত্রসী ধরে পরে পুলিশকে সংবাদ দেয় তাহলে পুলিমের কাজ কে করছে জনগনই করছে সেই ক্ষেত্রে অর্থাৎ জনগনই পুলিশ। তাই সমাজ থেকে এগুলো দূর করতে হলে আগে আপনাদেরকেই সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সন্তানকে এসব থেকে দূরে রাখার জন্য উপস্থিত সকলকে পরামর্শ দিয়ে বলেন, বিশেষ করে আপনার সন্তান, কারো ভাই, কারো বন্ধু এবং এলাকার যুবসমাজকে ধ্বংশের হাত থেকে মুক্ত রাখতে চাইলে আপনার সন্তানের মাত্র তিনটি দিক লক্ষ করুন। * আপনার সন্তান সন্ধ্যার আগে ঘরে ফিরেছে কিনা ? * সে সঠিক সময়ে খাওয়া দাওয়া করছে কিনা ? * সে প্রতিনিয়ত বিদ্যালয়ে যাচ্ছে কিনা ? এই তিনদিক লক্ষ্য রাখলেই আশা করি আনার সন্তান মাদক, সন্ত্রাসী, জঙ্গী ও ইভটিজিং এর মত অপরাধ করা থেকে রক্ষা পাবে। তিনি বাল্যবিয়ে ও যৌতুক নিয়ে তার পরামর্শে বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার সহ দেশের গুরুত্বপূর্ন স্থানে নারীরা নেতৃত্ব দিচ্ছে। সরকার নারী শিক্ষা উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছে। আজকে আপনার মেয়েকে সাবলম্বী না করে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে আপনার ন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না । এটা মনে রাখবেন মেয়েরা দেশের বোঝা নয়। আপনার মেয়েকে উচ্চ শিক্ষিত করে বিয়ে দিলে সে তার ভবিষ্যতের সমস্যা সমাধান করতে সক্ষম হবে। আর মনে রাখতে হবে বাল্যবিবাহই হলো যৌতুকের অন্যতম কারন।
উক্ত মতবিনিময় সভায় ৩নং নবগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দের সভাপতিত্বে এবং নবগ্রাম মডেল হাই স্কুলের ধর্মীয় শিক্ষক ফেরদৌস আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: জাহাঙ্গীর আলম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ঝালকাঠি, এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা) অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল, গোলাম মাওলা মাছুম সেরোয়ানী চেয়ারম্যান ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন এছাড়াও আরো বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক নবগ্রাম জেবুনেচ্ছা বালিকা বিদ্যালয়, মো: আক্তার হোসেন প্রধান শিক্ষ নবগ্রাম মডেল হাই স্কুল, মো: মশিউর রহমান ভুলু সভাপতি নবগ্রাম বাজার কমিটি, মো: শাহআলাম মৃধা সভাপতি নবগ্রাম পশ্চিমপাড় বাজার কমিটি প্রমুখ।