ডুবেগেছে কয়েক হাজার হেক্টর রোপা আমন,তলিয়ে গেছে মাছের ঘের
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ গত ১৫ দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক পানি বন্দী হয়ে পড়েছে। ডুবেগেছে মাছের ঘের, তলিয়ে গেছে রোপা আমনসহ বিভিন্ন ফসলি জমি। স্থানীয় কিছু প্রভাবশালীরা ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার কারনে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে করে মানবেতর জীবন-যাপন করছে তারা।
জেলার রামগতির মেঘনা সংলগ্ন ভুলুয়া নদীতে বিভিন্ন স্থানে ৯টি বাঁধ দিয়ে মাছ ধরছে স্থানীয় প্রভাবশালীরা। এতে করে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। গত ১৫ দিনের টানা বৃষ্টিতে রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা, চরপোড়াগাছা, চরবাদাম ও চরমটুয়া সহ ৪টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক পানি বন্দী হয়ে পড়েছে। ডুবেগেছে শতাধিক মাছের ঘের, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর রোপা আমন ও বীজতলা। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট সাঁকো ও নৌকা দিয়ে চলাচল করছে এসব পানিবন্দী মানুষ। ঘর-বাড়ী ডুবে যাওয়ায় গবাধি পশু নিয়ে বিপাকে তারা। অন্যত্রে রান্না করতে হচ্ছে তাদের। সবচেয়ে ভোগান্তির শিকার স্কুলগামী শিক্ষার্থীরা। গবাদী পশু, পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে পানিবন্দী ৪ ইউনিয়নের ৩০ হাজার মানুষ।
এদিকে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ভুক্তভোগী শত শত মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, অতি শীর্ঘই যৌথ অভিযান চালিয়ে এসব বাঁধ অপসারণ করে জলাবদ্ধতা দুরীকরণের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হবে।
অসাধু ও প্রভাবশালীদের মাছ ধরার বাঁধ কেটে দিয়ে জলাবদ্ধতা নিরসন করে ৩০ হাজার পানিবন্দী মানুষের মানবেতর জীবন-যাপন থেকে রক্ষা করবে। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।