নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে আবাসনের নিশ্চয়তা, নিরাপত্তা জোরদার ও পরীক্ষায় জালিয়াতি বন্ধসহ ছয় দফা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদ।
সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি এ এম শাকিলসহ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এই স্মারকলিপি প্রদান করেন
অন্য দাবিগুলো হল ক্যাম্পাস গেটে ও অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশৃঙ্খলা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকল ধরনের হয়রানি বন্ধে নিরাপত্তা জোরদার করা, ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত ভবন পরিচয়ের সুবির্ধার্থে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাবারের দোকানগুলোতে নিত্যদিনের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ বন্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।