নিউজ ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় নাশকতার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বানেশ্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওই জামায়াত নেতা হলেন- বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার আরিফুল ইসলাম (৩৭)। তিনি বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, বুধবার গভীররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগ আছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।