নিউজ ডেস্ক:
রাজধানী যাত্রাবাড়ী ডেমরা কোনাপাড়া সিরাজউদ্দিন রোডে স্ট্যান্ডার ব্যাংক এর নিচ তলায় মোঃ সোহেল তালুকদার এর গ্যাস ঠিকাদারির কার্যালয়।
গোপন সূত্রে জানা যায় কোনাপাড়া সিরাজউদ্দিন রোড এলাকাজুড়ে নতুন গ্যাস সংযোগ নামে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা সোহেল।
কিন্তু ২০১৩ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিতাস গ্যাস এর নতুন কোন সংযোগ দিচ্ছে না।
বিগত দিনে দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর,দৈনিক ইত্তেফাক, সমকাল সহ বিভিন্ন মিডিয়াতে লিখেছেন তিতাস গ্যাসের নতুন কোন সংযোগ দিচ্ছে না বাংলাদেশ সরকার।
মোঃসেহেল তালুকদার তিতাস গ্যাসের নতুন সংযোগ দেয়ার নাম করে বাড়ি ওয়ালাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এই টাকা কোন লোক ফোরাত চাইলে তাদেরকে আজ কাল করে দিচ্ছি বলে গুরাতে থাকে। এমন কি বিভিন্ন সময়ে লোকজন দিয়ে ভয়-ভীতি হুমকি দিয়ে আসছে।
মানুষের টাকা নিয়ে সোহেল ওই এলাকায় ৪ টি ফ্লাট কিনেছে এমনকি তার নিজ বাড়িতে পাঁচ তলা একটি বাড়ি নির্মাণ করে। তার ব্যাংক একাউন্ট সরকার সঠিকভাবে তদন্ত করলে আনুমানিক তিন কোটি টাকা আছে।