নিউজ ডেস্ক:
রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণধোলাইয়ে নাদিম (৩০) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ওয়ারীর কেএম দাস লেনে এ ঘটনা ঘটে।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব আহম্মেদ জানান, সকালে ওয়ারী কেএম দাস লেনের ৯ নম্বর রোডে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।