নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ কিলোমিটার বিস্তির্ণ এলাকায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড এর ঢাকা মেট্রোর ৫ নম্বর বিপণন বিভাগ। অভিযানে ঢাকার মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, আরাম হাউজিং ও ফিউচার পার্ক এলাকার প্রায় দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় ১৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৫০০০ অবৈধ ঘরোয়া ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল দশটা থেকে এই অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় পাচহাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।
এ ছাড়া দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় এইচএন্ডসি বেকারি লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথদল এ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৫ শাখার ম্যানেজার প্রকৌশলী আতোর আলী, মামুনুর রশিদ, নজরুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. তারিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ফয়জুল ইসলাম, আবু সুফিয়ান, মো নুরুল ইসলাম খান আবু শাহিন ও মাসুদ বিন ইবনে ইউসুফ।
অভিযানে ঢাকা মেট্রোপলিটনের ৩০ জন পুলিশ সদস্য অভিযানে দায়িত্ব পালন করেন।