নিউজ ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩ হাজার ২০১টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই সাথে ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার ট্রাফিক সূত্রে জানা যায়, শুক্রবার দিনভর এই অভিযান চালানো হয়। এ সময় ৪০টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়।
হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৭টি, উল্টো পথে চলাচলের জন্য ৩৩৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৩৮টি মামলা ও ১৪টি মোটরসাইকেল আটক করা হয়।