রাশিয়ার সাথে যৌথ নৌ ও বিমান মহড়ায় অংশ নেবে চীন। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উপর ভিত্তি করে এই যৌথ মহড়া চালাবে দেশ দুইটি।
মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, “উত্তর ইউনাইটেড-২০২৪” মহড়া জাপান সাগরে এবং উত্তরে ওখটস্কের সাগরে অনুষ্ঠিত হবে।
তবে মহড়ার তারিখ বা মহড়া সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি মন্ত্রণালয়।
এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা “শনি থেকে রবিবার পর্যন্ত জাপান সাগরের সুশিমা প্রণালী দিয়ে উত্তর-পূর্ব দিকে পাঁচটি চীনা নৌবাহিনীর জাহাজ পর্যবেক্ষণ করেছে”।
মহড়ার ঘোষণা দিয়ে চীন বলেছে যে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা উন্নত করতে এবং “নিরাপত্তা হুমকি মোকাবেলায় যৌথভাবে তাদের ক্ষমতা জোরদার করার জন্য” এই মহরার আয়োজন করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারীতে মস্কো ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে চীন রাশিয়ার সাথে তার সম্পর্ককে আরও গভীর করেছে৷ইউক্রেনে আক্রমণের নিন্দা না করলেও রাশিয়াকে লড়াই বন্ধ করার জন্য নিয়মিত আহ্বান জানিয়ে আসছে চীন ৷সূত্র: আল জাজিরা