নিউজ ডেস্ক:
রং তুলি দিয়ে শিল্পী আপন মনে ছবি আঁকেন। এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার জিহ্বাকে রং তুলি বানিয়েছেন এক ভারতীয়। নাম অনিল কে। ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা এ মানুষটি চেয়েছিলেন সবার থেকে আলাদা হতে। বেছে নিলেন ছবি আঁকার পথকেই। তবে হাতে তুলি ধরে নয়। জিভ দিয়ে। হ্যাঁ, জিভকে তুলি হিসেবে ব্যবহার করে এক হাজারের বেশি ছবি এঁকেছেন ভারতের কেরালার অনিল।
নিজের ছবি তো আছেই। সেইসঙ্গে আছে দ্য ভিঞ্চির আঁকা যিশু খ্রিস্টের ছবির প্রতিছবিও। সরাসরি জিভে রং লাগিয়েই ক্যানভাসে এঁকে চলেন ৩৫ বছরের এই যুবক।
তবে অন্যরকম হতে গিয়ে মাশুল দিতে হচ্ছে অনিলকে। ইতিমধ্যেই দেখা দিয়েছে মাথা ধরা, দুর্বল দৃষ্টিশক্তির মতো শারীরিক সমস্যা। তাই জিভকে বিশ্রাম দিতে অনিল ছবি আঁকার কাজে লাগাচ্ছেন থুতনি, নাক, কনুই এবং পা।
তবে অনিল যতই গিনিস বুক-এ নাম তোলার জন্য এগিয়ে যান না কেন, চিকিৎসকরা সতর্ক করছেন। তাঁদের মতে, এই শখকে বাড়তে না দেওয়াই ভাল। কারণ জিভ দিয়ে দেহে বিষাক্ত রং তো প্রবেশ করেই। তাছাড়া এতে স্নায়ুতন্ত্রের বহু ক্ষতি হয়। তাই নিজের কাজ ছাড়া জিভের উপর বাড়তি কাজের ভার না চাপাতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সূত্র: এনডিটিভি