নিউজ ডেস্ক:
আইন মেনে গাড়ি চালানোর ব্যাপারে উৎসাহিত করতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে শ্রীলংকা। অন্য চালকদের প্রতি ভদ্রতা প্রদর্শন এবং ভালো গাড়ি চালানো ব্যক্তিদের পুরস্কার দেবে দেশটি।
এসব চালকদের খুঁজে বের করতে সম্প্রতি শ্রীলংকার কলম্বো শহরের পুলিশ প্রচারণা শুরু করেছে।
পুলিশ যোগ্য চালকদের খুঁজে বের করে গাড়িতে স্টিকার লাগিয়ে দেবে। এসব চালকদের হাসপাতালে বিনা পয়সায় ডাক্তারি পরীক্ষার জন্য বিশেষ ভাউচার পুরস্কারও দেয়া হবে। আর আইন অমান্যকারী চালকদের শাস্তি দেয়া হবে।
সূত্র : বিবিসি