নিউজ ডেস্ক:
জঙ্গি সংগঠন নব্য জেএমবিকে যেকোনো সময় নিষিদ্ধ করা হবে। এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘সিটিটিসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। যেকোনো সময় এটি চূড়ান্ত রূপ পাবে। নব্য জেএমবি নিষিদ্ধ হলে জঙ্গিরা বেকায়দায় পড়বে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষণা করা হলে কর্মী সংগ্রহ করতে বেগ পেতে হবে তাদের। কেননা, নিষিদ্ধ সংগঠনে কেউ কাজ করতে চায় না। জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও সুবিধা সুযোগ তৈরি হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ হওয়া জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ ২০১৩ সালে ‘নব্য জেএমবি’নামে আত্মপ্রকাশ করে। সংগঠনটি মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ায় জিহাদি পাঠানো শুরু করে। ২০১৪ সালের ২৯ জুন ইরাক-সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) খেলাফত ঘোষণার পর নব্য জেএমবি ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে বিদেশি নাগরিক, ভিন্ন মতাবলম্বী ও ভিন্ন ধর্মাবলম্বীদের টার্গেট ও হত্যা শুরু করে। গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার পর নতুন করে আলোচনায় আসে সংগঠনটি। এখনো তাদের জঙ্গি কর্মকাণ্ড অব্যাহত আছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। তবে নব্য জেএমবির প্রধান সমন্বয়ক তামিম চৌধুরী ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছে।