1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
মে দিবস লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল অংশ ও প্রেরণার উৎস | Nilkontho
২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বুধবার | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে জেলা ছাত্রদলের মিছিল দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল সায়েন্সল্যাব মোড়ে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের ঔদ্ধত্য আচরণ শিক্ষার্থীদের আন্দোলন, অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর ‘শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা পলাশবাড়ীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালকের মৃত্যু গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পাঁচ দিনের রিমান্ডে বাংলাদেশে ‘পুষ্পা ২’ নিয়ে আল্লু ভক্তদের জন্য এলো দুঃসংবাদ শরীয়তপুরে নদী রক্ষা বাঁধে ধস, হুমকির মুখে পাঁচ শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জুলাই গণহত্যা মামলায় ৮ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হলো প্রতি ইসরায়েলি বন্দির জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা প্রধান উপদেষ্টা আজ প্রথম সচিবালয়ে যাচ্ছেন পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

মে দিবস লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল অংশ ও প্রেরণার উৎস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০১৯

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
নিউজ ডেস্ক:যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গত বুধবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা জেলার সর্বত্র মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার (১লা মে) সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে পদযাত্রা বা র‌্যালি করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডাঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল মালেক, আইন সম্পাদক এড নুরুল ইসলাম মালিক, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল। বক্তারা বলেন, ‘মে দিবস আমাদের জাতির লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অংশ ও অশেষ প্রেরণার উৎস। জনগণ বিশেষত শ্রমিক ও শ্রমজীবী জনগণের গভীর আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত। পরাধীন ব্রিটিশ ও পাকিস্থানি আমলে মে দিবস পালনে ছিল নানা বিধি নিষেধ। তীব্র দমন-পীড়নের মধ্যে তা পালিত হতো। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সরকার দিবসটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।’ এখনও কিছু অধিকার আদায় হয়নি উল্লেখ করে বক্তারা দাবি আদায়ে শ্রমিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসকের নাজির হামিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত এবং গণসংগীত পরিবেশন করা হয়। প্রসঙ্গত, মে দিবস উপলক্ষ্যে জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল হোটেল, রেস্তোরা, বেকারী, মিল-কল, ফ্যাক্টারি, ইটভাটা ও সরকারি অফিস সমূহ। শ্রমিক ও চাকুরিজীবীরা সারাদিন স্ব-বেতনে সর্বাত্মক ছুটি ভোগ করেন।
আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার উদ্যোগে মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মে দিবস উপলক্ষে গত বুধবার সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা শাখা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলমডাঙ্গা শাখা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন ও সম্পাদক আলাউদ্দিন আলার নেতৃত্বে ওই র‌্যালিতে যোগ দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা শাখা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদন, কোষাধ্যক্ষ শাহাবুল হক, কার্যকরী সদস্য কিপাতুল্লা, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রবিউল হক, কাউন্টার মাস্টার মনা, শামিম, জুলু, সোহরাব, আলমডাঙ্গা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু শেখ, সম্পাদক রানা আহমেদ, সহসভাপতি সোহেল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিরাজ উদ্দিন, সহসম্পাদক সাইফুল ইসলাম সাঈদ। পরে বাস টার্মিনালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। চালকের অবহেলা ও অদক্ষতায় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য চালকদের আরো বেশি সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। গাড়িতে যাতে অদক্ষ চালক ও শ্রমিক কাজ করতে না পারে সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে। জাল লাইসেন্স নিয়ে শ্রমিক ভাইয়েরা গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না। সব শেষে সকল শ্রমিক মাদক মুক্ত দেশগড়ার অঙ্গীকার করেন।
দর্শনা:
‘শ্রমিকের ন্যায্য দাবি দিতে হবে দিয়ে দাও, শ্রম কখনো সস্তা নয় শ্রমিক কারও পাত্র নয়’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দর্শনায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে দর্শনার বিভিন্ন শ্রমিক সংগঠন শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এর মধ্যে গত বুধবার ১লা মে সকাল ৮টায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন কর্যালয়ে পতাকা উত্তোলন শেষে এক শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে কেরুজ ক্লাবে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন, ফারুক আহম্মেদ, সদস্য বাবর আলী, শরিফুল ইসলাম, সুমনসহ সকল শ্রমিক ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে নিহত শ্রমিকদের মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানটি শেষ হয়। এদিকে, সকাল ৯টায় দর্শনা মটর শ্রমিকের উদ্যোগে আরও একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেনসহ সকল নেতাকর্মীরা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। দর্শনা নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাদের আলী, আনারুল ইসলাম, মিজানুর রহমান, সবুর আলীসহ সকল নেতা ও শ্রমিকরা। আলোচনা শেষে সংগঠন কর্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
জীবননগর:
জীবননগরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। গত বুধবার দিবসটি উদ্যাপনে জীবননগর মোটর শ্রমিক ও ইলেকট্রিক মিস্ত্রি সমিতির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহান মে দিবস উপলক্ষে জীবননগর বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে বের হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ঘুরে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। পরে অফিস চত্ত্বরে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মেহেরপুর:
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই শ্লোগানে মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে গত বুধবার (১লা মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। এ ছাড়া র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মাসুদুল আলম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এদিকে, এর আগে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃত্বে জেলা মটর শ্রমিক ইউনিয়ন, জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক সভাপতি সামছুল আলম আবুল নেতৃত্বে ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলীর নেতৃত্বে জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন, জেলা ইজিবাইক চালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের খন্ড খন্ড মিছিল মেহেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই শ্লোগানে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সম্পাদক মিজানুর রহমান রানা, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শাখা সম্পাদক হামিদুর রশিদ, শ্রমিক নেতা মুন্না, নূর আলম রাজু, সাহারুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান প্রমুখ।
অপরদিকে, “অধিকার কেড়ে নিতে, অধিকার লড়ে নিতে মহান মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হন” এই শ্লোগানে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর জেলা শ্রমিকদল গত বুধবার সকাল ১০টায় মে দিবস স্মরণে গণমিছিল করেছে। মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক দল সভাপতি আহসান হাবীব সোনা, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গাংনী:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় গাংনীতে মহান মে দিবস পালন করেছে গাংনী ইমারত নির্মাণ শ্রমিক সমিতি। দিবসটি উপলক্ষে প্রথমে গাংনী ইমরাত নির্মাণ শ্রমিক সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে জাতীয় ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বিশাল র‌্যালি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু। সংগঠনের সাবেক সভাপতি ওমর আলির সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইমরত নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদ ও প্যানেল মেয়র-২ সাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের সকল দাবির কথা শুনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক তাদের যৌক্তিক দাবিগুলো পুরণ করার আশ্বাস দেন। আলোচনা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
ঝিনাইদহ:
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআরটি’র সহকারী পরিচালক বিলাস সরকার, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন। এসময় বক্তারা, শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
মহেশপুর:
“শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে মহেশপুর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে পৌর কলেজ স্ট্যান্ড প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৮
  • ১১:৫৩
  • ৩:৪২
  • ৫:২১
  • ৬:৩৭
  • ৬:২২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০