মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ইম্পক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইম্পক্ট ফাউন্ডেশনের প্রশাসক মাহাবুবুর রহমান, ইউপি সচিব সানোয়ার হোসেন প্রমুখ।