নিউজ ডেস্ক: মেহেরপুর সদরের বারাদী বাজার ক্যাম্প মোড়ে ট্রাক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয় গাংনী থানাধীন দিঘলকান্দি গ্রামের মুক্তার আলীর ছেলে আলমসাধু চালক নিয়ামুল (৩০), একই গ্রামের মকছেদ আলীর ছেলে করিমন চালক সারজেত (৩৫), হাসানাবাদ গ্রামের বারেক আলীর ছেলে আলমসাধু চালক ফজর (৩২) ও একই গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম ইয়াদ আলীর ছেলে পাখিভ্যান চালক ইমরান (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকের হেলপার বারাদী গ্রামের শুকুর আলীর ছেলে নাজমুল বারাদী বাজারের অদূরবর্তী সাতগাড়ী সার্ভিসিং সেন্টার থেকে গাড়ী (ঝিনাইদহ-ড-১১-০০৯৬ ) ধুয়ে বাড়ি ফেরার পথে বারাদী বাজারের ক্যাম্প মোড়ে গাড়ির গতি না কমিয়েই টার্নিং নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্প সংলগ্ন রাস্তার পাশে আলমসাধু স্ট্যান্ডে যাত্রীর আশায় গাড়ীতেই বসে থাকা আলমসাধুর ড্রাইভারদের উপর ট্রাক চালিয়ে দেয়। এতে ট্রাকের তলায় পিষ্ট হয় একটি করিমন, একটি পাখিভ্যান ও একটি আলমসাধু দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হয় নিয়ামুল, সারজেত, ফজর ও ইমরান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাখিভ্যান চালক ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই বাবলু মিয়া ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বারাদী ক্যাম্প পুলিশ ঘাতক ট্রাকটিকে ক্যাম্প হেফাজতে রেখেছে।