মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও দ্রুত নিজ দেশে ফেরত নেওয়া, জাতীগত বৈষম্যের শিকার রোহিঙ্গা শরনার্থীদের মৌলিক অধিকারসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছে বাজার কমিটি। গতকাল রবিবার বিকেলে বারাদি বাজার প্রাঙ্গনে মানববন্ধনে নেতৃত্বে দেন বাজার কমিটির সভাপতি হাজি লিয়াকত আলী।
বাজার কমিটির সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মওলানা শফিউদ্দিন, ব্যবসায়ী মাছাদুল করিম। পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামিম ফেরদৌস, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, ব্যবসায়ী শফিউদ্দিন, ছমির উদ্দিন, বাবু, মাহমুদ মিয়া, আনারুল মাস্টার, মাহাফুজুর রহমানসহ বারাদি মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকার স্থানীয় সচেতন গ্রামবাসীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে সেখানে রোহিঙ্গাদের জন্য দোয়া মোনাজাত করা হয় ও সাহায্যার্থে রাখা দানবাক্সে দান করে।