মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় সড়ক নির্মান কাজের উদ্বোধন ও সেই সাথে ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় সড়ক ও ড্রেন নির্মান শেষে চলাচলের জন্য উমুক্ত করা হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এসব সড়কের নাম ফলকের ফিতা কেটে উম্মাচন ও সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর সৈয়দ বাপ্পি, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা জামান সেখানে উপস্থিত ছিলেন।