মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে মালোপাড়ায় জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের নিজস্ব অফিস কার্যালয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নওশাদ আলী ,সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাজাহামাল বাবু, সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক লাবলু শেখ, দপ্তর সম্পাদক মুত্তালেব শেখ, শ্রমিক কল্যান সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক খলিল শেখ এবং নির্বাহী সদস্য মাজেদুল হক, মোমিন শেখ, আজমত আলী ও আজমাইল হোসেন প্রমুখ। এরআগে সেখানে সকাল ৬ টার সময় পতাকা উত্তালন করা হয় এবং র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে দোয়া করা হয়।