মেহেরপুর প্রতিনিধি ॥
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। গতকার সোমবার সকালে শহরের বড় বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেহেরপুর জেনারের হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় মেহেরপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন সেখানে উপস্থিত ছিলেন। এবারের কর্মসূচিতে জেলার মোট ৮শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার ৩৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। যার মধ্যে সদর উপজেলার ২শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ হাজার, গাংনী উপজেলার ৪শ ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ হাজার ৭শ ৮৬জন, মুজিবনগর উপজেলার ১শ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৭শ ২৫ জন ও মেহেরপুর পৌরসভার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫শ ২৭জন শিক্ষার্থী রয়েছে।