মেহেরপুর প্রতিনিধি ॥ “চলো একসাথে, চলি আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা কোলা জ্ঞান অন্বেষন ও সমাজসেবা পাঠাগারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার সময় কোলা গ্রামে ক্লাব প্রাঙ্গনে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা জ্ঞান অন্বেষন ও সমাজসেবা পাঠাগারের সভাপতি ডা. কাজি সাজিদুর রহমান। সংগঠনের সাধারন সম্পাদক রাসেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি মহিলা সদস্য বুলবুলি খাতুন, হাজী শহিদুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোলাইমান খান প্রমুখ।
চিকিসক হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: সাইফুর রহমান ( বিসিএস স্বাস্থ্য) ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: শায়লা শারমিন ( স্ত্রী রোগে অভিজ্ঞ)।
সহযোগীতায় ছিলেন, সাঈদ খান, সোহাগ, রায়হান, ওমর ফারুক, নাঈম, লিমন, জনি,রিশাদ, সাব্বিরসহ সংগঠনের সকল সদস্যরা। প্রায় দুইশত রোগিদের হার্টের সমস্যা, উচ্চরক্তচাপ, বাতজ্বও, লিভারসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।