মেহেরপুর প্রতিনিধি: যদি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষা পেতে চাই, তাহলে সংঘবদ্ধ কমিউনিটির কোন বিকল্প নাই এই প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে শিশু শিক্ষা ও স্বাস্থ্যেও টেকসই উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার সকাল ১০ টার দিকে কুতুবপুর গ্রামের রতনের বাগানে তথ্য ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিবিও কমিটির সভাপতি আক্তারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ইমতেয়াজ হোসেন মিরন, সেভ দি চিলন্ডেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, কর্মসূচী বাস্তবায়নের ডেপুটি ম্যানেজার আবু তাহের, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল আক্তার প্রমূখ।
সিবিও কমিটির সাধারন সম্পাদক সোহরাব হোসেন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দি চিলন্ডেনের সিনিয়র অফিসার শিলা আক্তার, আফরোজা আক্তার, সিবিও কমিটির সহ সভাপতি ফারুক হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, সদস্য আসাদুল হক , সাজিদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থীরা , সিসিজির সদস্যবৃন্দরা ও স্থানীয় ব্যক্তিবর্গগন।