মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস

0
15

ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার সচেতনতা
নিউজ ডেস্ক:সুস্থ্য-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিবাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। ‘সুস্থ্য-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিবাদ্যে র‌্যালিটি শহরের কোর্ট মোড় দোয়েল চত্ত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। খাদ্যে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আইন প্রয়োগ করে সব কিছু সমাধান করা সম্ভব নয়। দরকার সচেতনতা ও সামাজিক আন্দোলন। এ জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। খাদ্যে ভেজাল রোধ, ফলমুলে কেমিক্যাল প্রয়োগ ও বাসীপঁচা খাবার বর্জনে এখনি সমন্বিত উদ্যোগ নিতে হবে। খাদ্যে ভেজাল মুক্তকরণ অভিযানে একাট্টা হতে হবে সকলকে।’ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, সাংবাদিক শাহ আলম সনি, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু।
আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখ খাইরুল ইসলাম। কলেজীয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত গুদাম রক্ষক মিয়ারাজ হুসাইন, সহকারী খাদ্য পরিদর্শক রেবেনা খাতুন, মিল চাতাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সহসভাপতি জয়নাল আবেদীন, বিশিষ্ট চাউল ব্যবসায়ী আশরাফুল হক লুলু, এনামুল হক, কাশেম আলী, জয়নাল ক্যাপ, আব্দুর রাজ্জাক ও আল-ইকরা ক্যাডেট একাডেমীর শিক্ষক রাজু আহমেদ।
জীবননগর: ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে জীবননগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, ফায়ার সার্ভিস লিডার মোশারেফ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবননগর গুদাম রমজান আলী, সহকারী উপ-খাদ্য পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ।
মেহেরপুর: র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আতাউল গনি বলেন, বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে আমাদের আগে সচেতন হতে হবে। আমাদের জ্ঞান থাকতে হবে। তিনি বলেন, সততার সাথে আমাদের বিপনণ করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.শামীমা নাজনীন, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা আ. হামিদ, খাদ্য ব্যবসায়ী শামীম জাহাঙ্গীর সেন্টু, হাসমত উল্লাহ প্রমুখ।
মুজিবনগর: র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে মুজিবনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক লিফলেট উপস্থাপন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শনিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়। র‌্যালিতে মুজিবনগর উপেজলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, উপজেলা কৃৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন বায়েজিদ,বিআরডিবি অফিসার আনোয়ার হোসেন, খাদ্য নিয়ত্রন পরিদশর্ক নজরুল ইসলাম,আনসার ভিডপি অফিসার জুয়েল রানা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, কৃৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন বায়েজিদ, বিআরডিবি অফিসার আনোয়ার হোসেন, খাদ্য নিয়ত্রন পরিদশর্ক নজরুল ইসলাম।
ঝিনাইদহ: ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নিরাপদ খাদ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতরণে স্বচ্ছতা আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।