মেহেরপুরে ৩ দিনের রিমান্ড শেষে ‘আল্লাহর দল’-এর ৮ সদস্য কারাগারে

0
9

নিউজ ডেস্ক:মেহেরপুরে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর আটক আট সদস্যকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, এ তিন দিনের রিমান্ডে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফাঁড়ির পুলিশ রঘুনাথপুর আশ্রয় কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’-এর আট সদস্যকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন, বন্যা খাতুন, আনজুরা খাতুন, রাহিবুল ইসলাম, সুমন ইসলাম, জিহাদ আলী, শহিদুজ্জামান ও শহিদুল ইসলাম। পরদিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।