মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে দিকে ডিবির এস আই মেসবাহুর দারাইন নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এস আই এস আই মেসবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীনগর খালপাড়া অভিযান চালিয়ে একটি বস্তার ভিতর পড়ে থাকা অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় এ এস আই মাহাতাব উদ্দিন, ইব্রাহিম বিশ্বাস, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।