মেহেরপুরে হেরোইন-ফেনসিডিলসহ দম্পতি আটক

0
13

নিউজ ডেস্ক:মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুরের হোটেল বাজার এলাকা থেকে আজমেরী বেগমের বাড়ির ভাড়াটিয়া তুষার ওরফে তুসো এবং তাঁর স্ত্রী রেবেকা খাতুন দম্পতিকে আটক করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অভিযান চালিয়ে আজমেরী বেগমের বাড়ির ভাড়াটিয়া তুষার ও তার স্ত্রী রেবেকাকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম বিশ্বাসসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।