মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের টেঙ্গারমাঠ, বাবুরপাড়া, ভেড়াপাড়া, উত্তর শালিকা, কালি গাংনী, ভিটিপাড়া, বৈকণ্ঠপুর ও গোপালপুরে গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান। এসময় সরকারের উন্নয়নের বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরে তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিক’কে জয়যুক্ত করা ও জননেত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার লক্ষে, এখন থেকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন। গণসংযোগ কালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, শহর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান, যুবলীগ নেতা আকাশ পারভেজ শুভসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।