মেহেরপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ২৪৮৮

0
10

নিউজ ডেস্ক:কড়া নিরাপত্তা ও সুষ্ঠুভাবে মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মেহেরপুর শহরসহ আশপাশের ২৪টি কেন্দ্রে ১০ হাজার ৮৮৮ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। মেহেরপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ পরীক্ষায় ৮ হাজার ৪ শ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪শ ৮৮ জন। এ বিষয়ে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী জানান, অনেকে হয়তো-বা অন্য কোনো চাকরিতে যোগদান করেছেন, অথবা অন্য কোনো কারণে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।