মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ!

0
10

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার কামদেবপুরে অভিযান চালিয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসলাম জানান, উৎপাদনের তারিখ ও মেয়াদ তারিখ উল্লেখ না থাকায় সদর উপজেলার ইছাখালী গ্রামে সবুজের ভ্যান থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী জব্দ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই সব মালামাল জব্দ করা হয়। মেহেরপুর শহরের কোট সড়কের সাগর স্টোর থেকে এসব মালামাল ক্রয় করা হয় বলে তিনি জানান ।