মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেছেন ঠিকাদারের সামান্য ভুলের কারণে আমাকে মানুষের কাছে প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি। তিনি বলেন আমরা মানুষের জন্য কাজ করছি। অন্যায় কিছু করলে আমাদের ধরিয়ে দিন। তবেই না বুঝবো আপনারা আমাদের বন্ধু। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পৌরসভার চলমান উন্নয়নের অংশ হিসাবে শহরের মল্লিকপাড়াই একজন মুক্তিযোদ্ধার নামকরণে সড়কের পরিবর্তে ভুলক্রমে ড্রেন লিখে ফেলার পর সামাজিক যোগাযোগ ফেসবুকসহ একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সংবাদ ছাপার পর মেয়র সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অবশ্য লেখার ভুল পরই সংশোধন করা হয়। মেয়র বলেন সাংবাদিকদের কলম সত্য উন্মোচন করা। আপনারা সত্য তুলে ধরুন। আমার কোন অন্যায় হলে লিখুন। আমার আপত্তি থাকবে না। তিনি বলেন ঠিকাদার ভুল করেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে। মেয়র বলেন আপনারা এমন কিছু লিখবেন না যাতে করে মেহেরপুরের উন্নয়নের ব্যাঘাত ঘটে। কেননা এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি। তিনি আরও বলেন আসুন আমরা সকলে মিলে মেহেরপুরের উন্নয়নের কথা ভবি। সাংবাদিক সম্মেলনে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সচিব তৌফিকুর আলম, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, সোহেল রানাসহ জেলার সকল প্রেন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।