মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমার সরকারের বর্বর নির্যাতন ও গনহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় বোসপাড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহÑসভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, আনছার উদ্দিন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম (বড়বাবু), পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ নেতা ও কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।