মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্থাস্থ্যকর পরিবেশের কারনে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী র্যাব-৬’র ডিএমডি হাদিয়ার রহমান সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, ভোক্তা অধিকার আইনে শহরের বড় বাজারে রনি মিসরির কারখানায় ১০ হাজার টাকা এবং ক্যাসবপাড়ার সাদ আইচক্রীম ফ্যাক্টারিতে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।