মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ ভিক্ষুক পূর্ন:বাসনের লক্ষে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোনাখালী গ্রামের আক্কাচ আলীকে ১টি গরু প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন চত্ত্বরে জেলা প্রশাসক পরিমল সিংহ এ গরু প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমূখ ।