মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজ উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্থ ১শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ নং ও ৭ নং ওয়ার্ড পুলিশ লাইনপাড়ায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাল বিতরণ করেন। এ সময় সেখানে ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জাফর ইকবাল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বিশিষ্ট্য ব্যবসায়ী আঙ্গুর আলী, জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান ডালিম, লিখন, সারাফাত হোসেন, মালেক হোসেন মোহন, আবু শাকিল আঙ্গুর, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইটসহ অনেকে ত্রাণ সামগ্রী বিতরণ-এর সময় উপস্থিত ছিলেন ।