মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ “স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাক্ষরতা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজনে একটি র্যালী বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। র্যালীটি শিল্পকলা একাডেমী থেকে শুরূ হয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, সেভ দ্যা চিলন্ড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, সিনিয়র অফিসার চয়ন কুমার তালুক্দার, প্রজেক্ট অফিসার দিলিপ বিশ্বাস সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহন করে।