মেহেরপুর সংবাদদাতা,মেহেরপুর ॥ মেহেরপুরে জ্যেষ্ট বিচারিক হাকিম মোহাম্মদ সানাউল্লাহ কতৃক ফুল ব্যবসায়ী টুটুল হোসেনকে মারধর করার প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি পালন করছে ব্যবসায়রী। বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিচারককে অপসারন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান বক্তারা।
মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, অন্যায়ভাবে ফুল ব্যবসায়ীকে মারধর করা হয়েছি। তারই প্রতিবাদে এ কর্মসূচী। সুষ্ঠু সমাধান না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে বড়বজারের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টুটুলকে তুলে নিয়ে যায় পুলিশের একটি দল। জজ কোর্টে নিয়ে গিয়ে মারধরও করা হয়। পরে কোট এলাকা থেকে তাকে উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করে ব্যবসায়ীরা। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। সন্ধ্যায় ঐ বিচারক ফুল ব্যবসীকে দেখতে গেলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন।