মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসন ,জেলা মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজমের নেতৃত্বে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সেখানে, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, নারী নেত্রী রেহেনা মান্নান উপস্থিত ছিলেন। পরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।