মেহেরপুর প্রতিনিধি: শহরের নোংরা ও আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ১২০টি উন্নতমানের ডাস্টবিন বসানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ডাস্টবিনে ময়লা ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় পৌর মেয়র বলেন, শহরকে পরিস্কার রাখতে উন্নতমানের ডাস্টবিন বসানো হলো। পুরো শহরকে পরিস্কার রাখতে চাই। এরজন্য যতগুলো ডাস্টবিন প্রয়োজন ততগুলোই বসানো হবে। আজ প্রাথমিক ভাবে ১২০টি ডাস্টবিন বসিয়ে এর কার্যক্রম শুরু করা হলো।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, পৌর কতৃপক্ষের একার পক্ষে শহর পরিস্কার রাখা সম্ভব নয়। পৌরমেয়র শহর পরিস্কার রাখার জন্য ডাস্টবিন বসিয়েছেন। শহরকে পরিস্কার রাখতে হলে পৌরসভার নাগরিকদেও সহযোগীতা করতে হবে।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইশবাল, সৈয়দ আবু আবদুল্লাহ, শাকিল রাব্বি, জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কাউন্সিলর, সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা।